৯০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা অব্যাহত আছে। তবে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো নিজেদের দখলে নিতে ইউক্রেনীয় বাহিনী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৯০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন। এমন তথ্য রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর।
ইউক্রেনের পূর্বাঞ্চলে যা পাচ্ছে তাই ধ্বংস করে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ঘর বাড়ি রাস্তা ঘাট, বিভিন্ন স্থাপনা রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। দনবাসের গভর্নরের দাবি গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন রাশিয়ার হামলায়।
তবে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোয় ইউক্রেনীয় বাহিনী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশেষ করে খেরসন, জাপোরিজঝিয়ার দিকে এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা।
আরও পড়ুন : ফিনল্যান্ড–সুইডেনকে ন্যাটোতে যুক্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু
রুশ বাহিনীর ইউক্রেনের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দুটি উন্নত হিমার্স রকেট সিস্টেম ও গোলাবারুদের ডিপো ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। সেই দাবি মিথ্যা বলে জানিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দুটি উন্নত হিমার্স রকেট সিস্টেম ও হিমার্স রকেট সিস্টেমের গোলাবারুদের ডিপো ধ্বংসের দাবি করেছিলো।
এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিন কিয়েভ সফর করেছেন। যুদ্ধ বিধ্বস্ত বুচাসহ কয়েকটি অঞ্চল পরিদর্শন করেন তিনি।
রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্তত ৯০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
No comments: