লালমনিরহাটে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু
লালমনিরহাটে আলাদা ঘটনায় পানিতে ডুবে ৩ শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। জেলার ৪ উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ওই গ্রামের বাবুল মিয়ার সাত বছরের ছেলে আব্দুল সালাম। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আব্দুল সালামের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
একইদিনে দুপুর ১২টার দিকে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ব্রমত্তর এলাকার রেয়াজুল ইসলামের দেড় বছরের ছেলে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ফার্মগেটে অচেতন অবস্থায় বৃদ্ধ উদ্ধার
এছাড়াও হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের সোহাগের বাজার এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়। তার বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ বছর। পরে বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
এর আগে বুধবার (৬ জুলাই) রাতে হাতিবান্ধার টংভাঙ্গা ইউনিয়নে পশ্চিম বেজগ্রাম এলাকায় বাড়ির পাশে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়।
Tag: English News politics
No comments: