চমক দিয়ে দল ঘোষণা করল ভারত
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে দীপক চাহার। ইনজুরির কারণে খেলতে পারেননি আইপিএলেও। খেলেননি আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন তিনি, দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দরও। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাহুল ত্রিপাটি।
জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। যার নেতৃত্বভার পড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা শিখর ধাওয়ানের ওপর। বিরাট কোহলির এই সিরিজে থাকার তুমুল গুঞ্জন থাকলেও তিনি খেলছেন না। তাকে স্কোয়াডে রাখেনি টিম ম্যানেজমেন্ট। দলের বাইরে রয়েছেন লোকেশ রাহুল ও জাসপ্রীত বুমরাহও।
আরও পড়ুন: কাবুলে খেলা চলাকালে বোমা বিস্ফোরণে নিহত ১৯!
এ সফরে ভারত খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ। সিরিজ শেষ হবে এশিয়া কাপের ঠিক আগে। এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। তার আগে এশিয়া কাপের জন্য দলও ঘোষণা করতে হবে ভারত ক্রিকেট বোর্ডকে।
দুই দলের ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৮ আগস্ট। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ আগস্ট, আর শেষ ম্যাচটি হবে ২২ তারিখ। সিরিজের সবগুলো ম্যাচই গড়াবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
আরও পড়ুন: ইতিহাস গড়ে সিরিজ জিতল কিউইরা
ভারত দল
শিখর ধাওয়ান, রুতুরাজ গাইকওয়াড়, শুভমান গিল, দীপক হোদা, রাহুল ত্রিপাটি, ইশান কিশান, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেস খান, প্রাসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।
Tag: English News games lid news world
No comments: