Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শচীনের টুইটের জবাব দিয়ে তোপের মুখে লাবুশেন




শচীনের টুইটের জবাব দিয়ে তোপের মুখে লাবুশেন

ভারতীয় ক্রিকেট সমর্থকদের তোপের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুশেন। ভারতীয়দের দাবি, ক্রিকেট ঈশ্বর নামে পরিচিত শচীন টেন্ডুলকারকে সম্মান দেখাননি তিনি। কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফেরা ও ভারতের ম্যাচ উপলক্ষ্যে ভারতীয় গ্রেটের টুইটের জবাব দিতে গিয়েই বিপত্তি বাধিয়েছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। কমনওয়েলথ গেমসে ২৪ বছর পর ফিরেছে ক্রিকেট। মেয়েদের ইভেন্ট হিসেবে এবারের গেমসে আছে ক্রিকেট। আর এ বিষয়টি দেখে আনন্দিত শচীন টেন্ডুলকার টুইটারে নিজের অনুভূতি পোস্ট করেন। শুক্রবার (২৯ জুলাই) ভারত-অস্ট্রেলিয়া উদ্বোধনী ম্যাচের আগে শচীন টুইট করেন, 'কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফিরতে দেখে ভালো লাগছে। আশা করছি, এটা আমাদের খেলাটিকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেবে। কমনওয়েলথ গেমস ক্রিকেটে ভারতের মেয়েদের জন্য শুভকামনা রইল।' ক্রিকেট ঈশ্বরের এমন আনন্দ দেখে ভালো লেগেছিল টেস্ট ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ব্যাটার লাবুশেনের। তাই শচীনের টুইটে তিনি একটা মন্তব্য করে বসেন। খুবই নিরীহ দর্শন সেই মন্তব্যেই তেলে বেগুনে জ্বলে ওঠার উপাদান খুঁজে পেয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। শচীনের টুইটে লাবুশেন মন্তব্য করেছিলেন এমন, 'সহমত শচীন, অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচ দিয়ে শুরু, এটা বেশ রোমাঞ্চকর।' আরও পড়ুন:চমক দিয়ে দল ঘোষণা করল ভারত ভারতীয় ক্রিকেট সমর্থকদের লাবুশেনের এই মন্তব্য নিয়ে ক্ষোভের কারণটা আসলে 'ক্রিকেট ঈশ্বর'কে তার সম্বোধনের জায়গাটা নিয়ে। এই অস্ট্রেলিয়ান ব্যাটার সরাসরি এই কিংবদন্তিকে নাম ধরে ডেকেছেন। তার নামের সঙ্গে সম্মানজনক কোন কিছু যোগ করেননি। এই বিষয়টিকে তারা ১০০ সেঞ্চুরির মালিকের জন্য অপমানজনক মনে করছেন। শচীনের গ্রেটনেস ও দারুণ ক্যারিয়ারের প্রতি অনুজ ক্রিকেটার হিসেবে লাবুশেনের যে আরও সম্মান প্রদর্শন করা দরকার ছিলয়, তারা তা মনে করিয়ে দিয়েছেন তাকে। টেন্ডুলকারকে লাবুশেন কেন 'শচীন স্যার' বললেন না, এটাই তাঁর ভক্তদের প্রশ্ন। এক ভক্ত তো তার আচরণে ক্ষুব্ধ হয়ে লিখেছেন, 'তার যখন অভিষেক হয়েছে, তুমি তখন নেপি পরতে, তাই কিছু শ্রদ্ধা দেখাও তাকে।' আরও পড়ুন:এক ইনিংসেই দুই রেকর্ড নিজের করে নিলেন রোহিত ভারতীয় ক্রিকেট সমর্থক ও এই ক্রিকেট কিংবদন্তির ভক্তরা কতটা ক্ষেপে গেছেন তার প্রমাণ পাওয়া যায় সে টুইটে লাবুশেনের মন্তব্যের প্রতিক্রিয়ায়। কেউ কেউ এই অস্ট্রেলিয়ানকে রীতিমত আচার-আচরণ শিখতেও পরামর্শ দিয়েছেন। এমন একজন মন্তব্য করেছেন, 'সঠিক আচরণ করতে শেখো। শচীন স্যার তোমার বাবার মতো। আর অবশ্যই শচীন স্যার ক্রিকেটের ঈশ্বর। তাই তাকে 'স্যার' বলো।' ভারতীয়রা তোপ দাগালেও লাবুশেন অবশ্য কোন প্রতিক্রিয়া জানাননি। এদিকে, ম্যাচটা অবশ্য ভারতীয়দের জন্য খুব একটা সুখকর কাটেনি। টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৪ রান করে ভারত। জবাবে এক সময়ে ৪৯ রানে পাঁচ উইকেট হারানো অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেছে তিন উইকেট ও ৬ বল হাতে রেখে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply