Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আরিয়ানের প্রেমে বুঁদ অনন্যা পান্ডে!




আরিয়ানের প্রেমে বুঁদ অনন্যা পান্ডে!

‘কফি উইথ করণে’র বিখ্যাত কাউচে বসেই শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রতি নিজের ভালোবাসার কথা জাহির করলেন অনন্যা পান্ডে। ছেলেবেলা থেকেই আরিয়ানের প্রতি তার ক্রাশ রয়েছে, সেই কথা এবার প্রকাশ্যে এনেছেন 'গেহরাইয়া' খ্যাত অভিনেত্রী। ‘কফি উইথ করণ’ এর তৃতীয় এপিসোডে দেখা গিয়েছে বিজয় দেবেরেকোন্ডা এবং অনন্যা পান্ডেকে। দু' জনেই নিজেদের প্রেম জীবন সম্পর্কে ধারণা দিয়েছেন করণকে। বিজয় জানিয়ে দিয়েছেন যে তার রিলেশনশিপ স্ট্যাটাস এখন হ্যাপি। অপরদিকে অনন্যাকেও তার সম্পর্ক প্রসঙ্গে একের পর এক প্রশ্ন করতে থাকেন করণ জোহর। প্রথমেই তিনি প্রশ্ন করেন, ‘ঈশানের (খট্টর) সঙ্গে ব্রেক আপ হয়ে গিয়েছে?’ থতমত খেয়ে অনন্যা বলেন, ‘আমি আপনার প্রশ্ন শুনতেই পারছি না।’ পরে তিনি বলেন, ‘...এখন শুধুই সামনে তাকানোর কথা ভাবেন তিনি।’ এরপর করণ অনন্যাকে জিজ্ঞেস করেন আদিত্য রায় কাপুরের সঙ্গে তার সম্পর্ক রয়েছে কিনা। ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য না করে অনন্যা বলেন, ‘হি ইজ হট!’ বৃহস্পতিবারের এপিসোডে অনন্যাকে নিজের ছেলেবেলার ক্রাশ সম্পর্কেও প্রশ্ন করেন করণ জোহর। জিজ্ঞেস করেন, ‘কখনও বেস্ট ফ্রেন্ড সুহানার দাদাকে ভালো লেগেছে?’ উত্তরে অনন্যা বলেন, ‘আমার ছোট থেকেই আরিয়ানকে খুব ভালো লাগে। ও বরাবরই খুব কিউট।’ এই এপিসোডে করণ এও বলেন, অনন্যা যার সঙ্গেই এখন প্রেম করুন, তার বিয়ে একজনের সঙ্গেই হবে। সবটা পূর্ব নির্ধারিত। অনেকেই প্রশ্ন তুলছেন, আরিয়ান খানের সঙ্গেই অনন্যা বিয়েটা করতে চলেছেন কিনা?






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply