মিথ্যা প্রেক্ষাপট তৈরি করে ইউক্রেনে হানা দিতে পারে রাশিয়া’
যেকোনোও সময় রুশ সেনারা ইউক্রেনে আক্রমণ করতে পারে এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ইউক্রেনে হামলা করতে অজুহাত হিসেবে ভুয়া হামলার পরিকল্পনা করছে মস্কো।
ওয়াশিংটনের অভিযোগ, ইউক্রেনে হামলার অজুহাত হিসেবে মস্কো দাবি করতে পারে যে- ইউক্রেনের সামরিক বাহিনী রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ওপর কিংবা খোদ রাশিয়ার ওপর হামলা চালিয়েছে। আর মূলত মিথ্যা এই অজুজাত সামনে এনেই পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলার পরিকল্পনা করছে রাশিয়া।
এর পাশাপাশি আরেকটি বিকল্প হিসেবে বিস্ফোরণের গ্রাফিক চিত্রসহ একটি ভুয়া বা সাজানো হামলা মঞ্চায়ন ও ছবি তুলে রাখার কথা রাশিয়া বর্তমানে বিবেচনা করছে বলে জানা গেছে। তবে এর জবাবে রাশিয়া বলছে, এই ধরনের কোনো হামলার কোনো পরিকল্পনাই আসলে তাদের নেই।
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
এদিকে বুধবার পূর্ব ইউরোপে প্রায় ৩ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবশ্য রাশিয়ার আক্রমণের হুমকিতে থাকলেও এসব সেনা ইউক্রেনে পাঠানো হবে না। মূলত পূর্ব ইউরোপের অন্য দুই দেশ পোল্যান্ড এবং রোমানিয়ায় এই ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হবে। সামরিক জোট ন্যাটো সেনা মোতায়েনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
সূত্র: বিবিসি
Tag: English News Featured world
No comments: