শর্তসাপেক্ষে সীমান্ত খুলছে সৌদি
এ
শর্তসাপেক্ষে সীমান্ত খুলে দিচ্ছে সৌদি সরকার। করোনা টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নেওয়ার শর্তে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি দিতে যাচ্ছে মরুর দেশটি।
বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ‘আগামী ৯ ফেব্রুয়ারি থেকে বুস্টার ডোজ নেওয়া নাগরিকরা দেশের বাইরে যেতে পারবেন। সেক্ষেত্রে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদেরকেই বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে।’
এছাড়া সৌদিতে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশিদের জন্য বিমানে ওঠার অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট ও করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। তবে আট বছরের কম বয়সীদের জন্য সনদের দরকার হবে না।
দেশটিতে প্রবেশের পর বিমানবন্দরে কোনো বহিরাগত যাত্রী করোনা পজিটিভ শনাক্ত হলে তাদের জন্যও রয়েছে বিশেষ শর্ত। ওই যাত্রীকে সৌদি সরকার অনুমোদিত টিকার দুই ডোজ গ্রহণ নিশ্চিত করে অন্তত ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
Tag: English News Featured world
No comments: