ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিয়ে সিরিজের প্রস্তাব নাকচ
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় পাকিস্তান। ২০২২ সালেও ক্রিকেটপ্রেমীদের চমক দিতে চেয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে টি-টোয়েন্টি সুপার সিরিজের প্রস্তাব দিয়েছিলেন তিনি। পিসিবি প্রধান জানিয়েছিলেন, এই সিরিজ থেকে উপার্জিত অর্থ আইসিসির সব সদস্যের মধ্যে বন্টন করে দেওয়া হবে।
তবে রমিজের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। শুধু তাই নয়, এ নিয়ে কটাক্ষও করেছেন তিনি। বিসিসিআই সচিব বলেন, অল্প সময়ে অধিক মুনাফা ছাড়া এই সিরিজ থেকে আর কিছুই পাওয়া যাবে না।
Advertisement
এর আগে এক টুইটবার্তায় রমিজ লেখেন, ‘আমরা আইসিসিকে একটি চার দেশীয় টি-টোয়েন্টি সুপার সিরিজের প্রস্তাব দিতে চলেছি। এতে পাকিস্তান-ভারত ছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড খেলবে। প্রতিবছর রোটেশনের ভিত্তিতে এই সিরিজ আয়োজন করা হবে। পাশাপাশি আলাদা রেভিনিউ মডেল তৈরি করা হবে। এই আয়ের এক শতাংশ আইসিসির সব সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হবে।’
২০১২ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক বৈরিতায় তা বন্ধ রয়েছে। ইতোমধ্যে বিসিসিআই জানিয়েছে, সন্ত্রাসবাদের আবহে ২২ গজের লড়াই সম্ভব নয়। এবার জয় শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, পাকিস্তানের প্রস্তাবিত সিরিজে অংশ নিতে ভারতের কোনও আগ্রহ নেই।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আইপিএল উইন্ডো সম্প্রসারিত হচ্ছে। প্রতিবছর এফটিপিতে রয়েছে আইসিসির ইভেন্ট। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে ঘরের মাঠে নিরাপদে দ্বিপক্ষীয় ক্রিকেট আয়োজন করা। আমরা টেস্টে জোর দিতে চাই। ক্রিকেটকে এগিয়ে নিতে অলিম্পিকে একে অর্ন্তভুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্বল্পমেয়াদী বাণিজ্যিক ইভেন্টের চেয়ে এগুলোকেই প্রাধান্য দিতে চাই।’
Tag: English News games
No comments: