কিশোর বয়সিদের জন্য টিকটকের নতুন কৌশল
ভিডিও বয়সভিত্তিক সীমিত করে দিতে ও প্রাপ্তবয়স্কদের কন্টেন্টের অবাধ প্রচার বন্ধ করতে উদ্যোগ নিয়েছে টিকটক। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে কিশোর-কিশোরীদের মধ্যে ছোট আকারের ভিডিও তৈরি ও শেয়ারের মাধ্যম টিকটকের জনপ্রিয়তা বেড়েছে। এমন প্রেক্ষাপটে কীভাবে কিশোর বয়সিদের অ্যাকাউন্ট থেকে প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট কীভাবে সরিয়ে নেওয়া কিংবা সীমিত করে দেওয়া যায়, তা নিয়ে পরীক্ষা চালানোর দাবি করেছে টিকটক।
চাইনিজ প্রযুক্তি টিটান বাইটড্যান্স জানিয়েছে, ভিডিওতে থাকা কন্টেন্ট পর্যালোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিডিওভিত্তিক সমাজিকমাধ্যমটির পরিবেশ আরও নিরাপদ ও সুষ্ঠু করতেই এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। বিশেষ করে তরুণ-তরুণীরা যাতে কোনো বিকৃত পরিস্থিতির মুখোমুখি না হয়, তা নিশ্চিত করতে চায় টিকটক।
ক্ষুদে ভিডিও শেয়ারের মাধ্যমটির ব্যবসায়িক কার্যক্রম তদন্তের সময় মার্কিন সিনেটরদের উদ্বেগের মধ্যেই এই ঘোষণা এসেছে।
এ বিষয়ে টিকটকের বৈশ্বিক ইস্যু নীতি বিভাগের প্রধান ট্রেসি এলিজাবেথ বলেন, যখন এ পদ্ধতি পুরোপুরি চালু হবে, তখন প্রাপ্তবয়সিদের জন্য তৈরি কনটেন্টগুলো কিশোর–কিশোরীদের জন্য সহজলভ্য হবে না। এখন যেভাবে সহজে তাদের চোখের সামনে চলে আসছে, ততটা থাকবে না।
আরও পড়ুন: অপরাধী ধরতে পুলিশকে সহযোগিতা করবে টিকটক
তবে যেসব ভিডিওতে অশ্লীলতার পরিমাণ কম থাকবে সেগুলো ইচ্ছা হলে দেখার সুযোগ মিলবে।
অশ্লীল ভিডিও কোন মানদণ্ডের ওপর ভিত্তি করে নির্ধারণ হবে, সে বিষয়ে স্পষ্টভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। এলিজাবেথের মতে, এখনো বিষয়টি উদ্ভাবনের পর্যায়ে রয়েছে। চলচ্চিত্র, টেলিভিশন বা ভিডিও গেমে বয়সের যে মানদণ্ড অনুসরণ করা হয়, ঠিক একই মানদণ্ড টিকটকেও ব্যবহার করা হতে পারে।
প্ল্যাটফর্মের সহজলভ্যতা, নির্ভরযোগ্যতা, ঐক্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া নীতি সম্প্রসারণও করা হবে। সম্প্রতি বাইডেন প্রশাসন বলছে, মার্কিন ব্যবহারকারীদের উপাত্ত সুরক্ষায়, বৈরী দেশগুলোর হাতে যাতে তা চলে না যায়, সে ব্যাপারে নতুন নীতিগ্রহণের কথা বিবেচনা করা হচ্ছে।
Tag: English News world
No comments: