Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইউঘুর মশাল বাহকদের ব্যাবহারের সিদ্ধান্ত পশ্চিমি সমালোচনা পরিবর্তনের জন্য নয়-জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত




ইউঘুর মশাল বাহকদের ব্যাবহারের সিদ্ধান্ত পশ্চিমি সমালোচনা পরিবর্তনের জন্য নয়-জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত বেইজিং শীতকালীন অলিম্পিক ক্রীড়ানুষ্ঠানে মশাল পতাকা বহনকারী দুজন ইউঘুর খেলোয়াড়, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২২/বেন স্ট্যান্সল/এএফপি

বেইজিং অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক আলো জ্বালানোর জন্য জাতিগোষ্ঠী ইউঘুর মশাল বাহকদের ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মন্তব্যকে প্রত্যাখ্যান করলেন জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত। মন্তব্যে দোষারোপ করা হয় যে মুসলমান সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দোষারোপকে বিভ্রান্ত করার লক্ষ্যে তারা এই উদ্যোগ নিয়েছে। . দূতাবাসের ওয়েব সাইটে এক বিবৃতিতে রাষ্ট্রদূত জাঙ্গ বলেন চীন সরকার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড সিএনএন সঙ্গে সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন চীন কঠোর ভাষায় সেসব অযৌক্তিক অভিযোগ অস্বীকার করছে। জাঙ্গ বলেন সিনজিয়াং এ জন্মগ্রহণকারী ক্রস কান্ট্রি স্কিয়ার (খেলোয়াড়) দিনিজিয়ার উইলামুজিয়াং শীতকালীন গেমসে টীম চায়নাতে ২০জন জাতিগোষ্ঠী সংখ্যালঘু খেলোয়াড়দের মধ্যে অন্যতম শীর্ষ খেলোয়াড়। তিনি বলেন, "দিনিজিয়ার আমাদের অহংকার এবং চীন জনগণের চমৎকার এক প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের ব্যাখ্যাতীত ক্রোধ কোথা থেকে আসতে পারে এবং এতে কি ইচ্ছা ব্যক্ত করা হয়" ? জাতিসংঘের বিশেষজ্ঞ ও অধিকার গ্ৰুপগুলির অনুমান ২০১৬ সাল থেকে সিনজিয়াংয়ের শিবিরগুলোতে বিশেষত ইউঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুসহ ১০ লক্ষের অধিক লোককে আটক রাখা হয়েছে। . চীন সরকার এসব অভিযোগ অস্বীকার করে জানায় যে, বৃত্তিমূলক কেন্দ্র হিসাবে শিবিরগুলি গড়া হয়েছে, যার লক্ষ্য উগ্রবাদ নির্মূল বা প্রতিহত করা। চীন জানায় ২০১৯ সালের শেষ ভাগে শিবিরের সকল লোকজন "স্নাতকোত্তর" ডিগ্রি লাভ করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply