Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কর্ণাটকে হিজাব-বিতর্ক মুসলিম মেয়েদের প্রতি পগবার সমবেদনা




ক্যাপশন : ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা। ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব ও বোরকা পরার কারণে হেনস্তার শিকার ও শ্রেণিকক্ষে ঢুকতে না দেওয়ার ঘটনা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিষয়টি আদালতেও গড়িয়েছে। এই বিষয়ে সরব হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যমের হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বিষয়টি আদালতে আলোচনাধীন। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এমন পোশাক না পরার কথা বললেন আদালত। আগামী সোমবার এই ইস্যুতে আবার শুনানি হবে। গত মঙ্গলবার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় হিজাব পরা এক শিক্ষার্থীর কাছাকাছি ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে একদল যুবক। তাদের গলায় গেরুয়া উত্তরীয়। ভয় না পেয়ে পালটা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছেন ওই শিক্ষার্থী। অন্তর্জালবাসীর একাংশ দাবি করে, ওই ভিডিও কর্ণাটকের একটি কলেজে তোলা। ওই ঘটনা নিয়ে মুসকান নামের ওই শিক্ষার্থী জানান, কলেজে ঢোকার সময়ে তাঁকে ঘিরে ধরে জানতে চাওয়া হয় কেন হিজাব পরে এসেছেন। মুসকানের বক্তব্য, ‘আমি এ নিয়ে চিন্তিত নই। কিন্তু, এক টুকরো কাপড়ের জন্য ওরা আমাদের পড়াশোনা করার অধিকারই ছিনিয়ে নিতে চায়।’ হিজাব নিষেধাজ্ঞার প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদের ডাক দিয়েছে স্টুডেন্টস’ ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। অন্যদিকে জাতীয় শিশু কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগোর দাবি—মুসলিম সংগঠন দারুল উলুম দেওবন্দ শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম না পরার পরামর্শ দিয়েছে। অভিনেতা-রাজনীতিক কমল হাসানের মনে করেন—কর্ণাটকে ধর্মের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রায় ২০০ নারী শিক্ষার্থী কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীদের প্রতি তাঁদের ‘অপ্রতিরোধ্য ও নিঃশর্ত সমর্থন’ জানিয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply