সহকর্মীর সঙ্গে প্রেম, সিএনএন প্রধানের পদত্যাগ
সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশে ব্যর্থ হওয়ায় মার্কিন কেবল টেলিভিশন নেটওয়ার্ক সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার পদত্যাগ করেছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) হঠাৎ করেই কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, আমার ইচ্ছা ছিল, এখানে আমার দায়িত্বের মেয়াদ ভিন্নভাবে শেষ হবে। এখানে অবাক করার মতো একটি যাত্রা ছিল আমার। প্রতিটি মুহূর্তকে আমি ভালোবেসেছি।
৫৬ বছর বয়সী জেফ জুকারের পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। ২০১৩ সালে তিনি কেবল নেটওয়ার্কের দায়িত্ব গ্রহণ করেন। এরপর আমেরিকার মিডিয়া নির্বাহীদের মধ্যে অন্যতম প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। গেল ৯ বছরে তার দায়িত্বের জন্য সিএনএন কর্তৃপক্ষ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন এই গণমাধ্যম ব্যক্তিত্ব। এনবিসিতে তার একটি টেলিভিশন শো দিয়ে সেলিব্রেটিতে পরিণত হয়েছিলেন ট্রাম্প। পরে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়।
এক বার্তায় জেফ জুকার বলেন, সিএনএনের একজন সঞ্চালককে নিয়ে তদন্তের অংশ হিসেবে আমার ঘনিষ্ঠতম সহকর্মীর সঙ্গে সম্মতিমূলক সম্পর্ক নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওই সহকর্মীর সঙ্গে আমি দুই দশকেরও বেশি সময় কাজ করেছি।
তিনি বলেন, আমি স্বীকার করেছি, সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক গড়ে ওঠেছিল। যা শুরু থেকেই জানিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তা পারিনি। এটি আমার ভুল ছিল।
আরও পড়ুন: জরুরি নয়, এমন কর্মীদের ছুটি দিল সিএনএন
তার সঙ্গে সম্পর্ক থাকা ওই নারী সহকর্মী হলেন সংবাদমাধ্যমটির প্রধান বিপণন কর্মকর্তা অ্যালিসন গোলাস্ট। তিনি নেটওয়ার্কটিতে থেকে যাবেন। অ্যালিসন বলেন, জেফ ও আমি ঘনিষ্ঠ বন্ধু। গত ২০ বছর ধরে আমরা পেশাগত অংশীদার। সম্প্রতি করোনার কারণে আমাদের সম্পর্ক বদলে গেছে।
তিনি আরও বলেন, সঠিক সময়ে আমাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে না পারায় আমি অনুতপ্ত। সিএনএনে আমার কর্মজীবনের জন্য আমি অবিশ্বাস্য গর্ববোধ করছি। রোজকার মতো ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।
এর আগে এনবিসিতে কাজ করেছেন জেফ জুকার। সেখানে তিনি এনবিসি ইউনিভার্সাল টেলিভিশন গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন
Tag: English News world
No comments: