যুক্তরাষ্ট্র রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।
গত কয়েক সপ্তাহের মধ্যে এ সংকট নিয়ে প্রথম তাৎপর্যপূর্ণ বক্তব্যে তিনি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য অজুহাত হিসেবে একটি সংঘর্ষ ব্যবহার করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
upay
তিনি আরও বলেন, ইউরোপে ন্যাটো জোটের সামরিক বাহিনীর কার্মকাণ্ড নিয়ে রাশিয়ার উদ্বেগকে উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন সীমান্তে ট্যাংক, আর্টিলারসহ এক লাখ সৈন্য মোতায়েন করেছে। কিন্তু রাশিয়া ইউক্রেনে আক্রমণের পশ্চিমা দেশগুলোর অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: বিবিসি
Tag: English News world
No comments: