করোনা আক্রান্ত শাবানা আজমি
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক কোনো জটিলতা দেখা দেয়নি। নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মতো চলছেন তিনি।
আক্রান্ত হওয়ার বিষয়টি শাবানা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করবো, দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নেবেন।
শাবানার করোনা আক্রান্ত হওয়ার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য থেকে শুরু করে তার অনেক অনুরাগী দ্রুত আরোগ্য কামনা করে পোস্টের নিচে কমেন্ট করেছেন।
এদিকে ৭০ বছর বয়সী এই অভিনেত্রীর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি নির্মাণ করেছেন করণ জোহর। সিনেমাটিতে রকি আর রানির ভূমিকায় জুটি বেঁধে অভিনয় করেছেন রনবীর সিং ও আলিয়া ভাট। ১০ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে
No comments: