করোনাকালেও আমাদের অর্থনীতি নিম্নমুখি হয়নি : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে বিশ্বে অর্থনৈতিক মন্দা থাকলেও আমাদের অর্থনীতির চাকা সচল ছিল। আমাদের অর্থনীতি কখনও নিম্নমুখি হয়নি। আমাদের সবসময় গতিশীলতা ছিল এবং প্রবৃদ্ধিও ভাল ছিল। এ কারণেই গোটা বিশ্বে বাংলাদেশ সমাদৃত ও প্রশংসিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থমন্ত্রী সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্যে আমাদের ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রণোদনা ঘোষণা করায় রেমিট্যান্স প্রবাহ ৩৬ শতাংশ বেড়ে গেছে। করোনাকালে দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে সফল হয়েছি। মানুষ যাতে হাতে টাকা পায় আমরা সেই ব্যবস্থা করেছি।
No comments: