Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুর সদর উপজেলার আমঝুপির নিহত আবুল বাসার হত্যার প্রধান আসামি রনি ও রতন গ্রেফতার




আমঝুপির নিহত আবুল বাসার হত্যার প্রধান আসামি রনি ও রতন গ্রেফতার

আমঝুপি গ্রামে নিহত আবুল বাসার হত্যার প্রধান আসামি রনি ও রতনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দুইজনকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আটক রতন মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে স্পিড এনার্জি ড্রিংকস কোম্পানির এসআর।এবং রতন মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের অজুত আলীর ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মেহেরপুর সদর থানার ওসি তদন্ত সাজেদুর রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম থেকে রনিকে এবং সদর উপজেলার আমদহ গ্রাম থেকে রতনকে আটক করা হয়। গত বুধবার দুপুরের দিকে সদর উপজেলার আমঝুপি গ্রামের আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তার মুদি দােকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরােধক করেন। এসময় একটি কােমল পানীয় কােম্পানীর এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় গতিরােধক দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে তারা তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের গাড়ীতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাসার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে,তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা আহত বাসারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। পরদিন বৃহস্পতিবার দুপুরের দিকে ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম আমঝুপিতে দাফন সম্পন্ন হয়। নিহত আবুল বাশারকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুপুরের দিকে ৯ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত আবুল বাশার মোল্লার ছেলে সালাউদ্দিন বাদী হয়ে ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ ধারায় মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে স্পিড এনার্জি ড্রিংকস কোম্পানির এসআর রনি, দিঘির পাড়া গ্রামের খোকনের ছেলে শামীম, ঘাটপাড়ার জামিরুল ছেলে আমিন,দিঘীরপাড়ার আক্তার আলীর ছেলে সাগর, গোপালপুরের হাতেম আলীর ছেলে মোহন, শফিকুলের ছেলে বিজন, দিঘিরপাড়া রাহাত আলী মন্ডল এর ছেলে আমিরুল ইসলাম,জহির আলীর ছেলে পাভেল,আলম শেখের ছেলে আদম আলী সহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং ৩০। তাং ২৭/১/২০২২।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply