Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নতুন ‘মেসি’ পেয়ে গেছে আর্জেন্টিনা




নতুন ‘মেসি’ পেয়ে গেছে আর্জেন্টিনা

ক্যারিয়ারের অন্তিমলগ্নে চলে এসেছেন লিওনেল মেসি। বছর কয়েক পরই ফুটবলকে বিদায় জানাবেন তিনি। তবে আর্জেন্টিনার চিন্তা নেই! নতুন মেসি পেয়ে গেছে তারা! তার নাম জোয়াকুইন মেসি। লিওনেলের শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলছেন তিনি। শুধু নামে নয়, ফুটবল খেলার ধরনেও অগ্রজের সঙ্গে অনুজের রয়েছে দারুণ মিল। ফুটবলবোদ্ধারা বলছেন, যোগ্যতা-দক্ষতায় পূর্বসূরির মতোই উত্তরসূরি। Advertisement এখন নিউওয়েলস ওল্ড বয়েজ অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেন জোয়াকুইন। তবে ক্লাবের গণ্ডি পেরিয়ে শিগগির আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেলের সতীর্থ হয়ে খেলতে চান তিনি। নিউওয়েলস ওল্ড বয়েজ অনূর্ধ্ব-২০ দলের হয়ে ১০ নম্বর জার্সি পরেন জোয়াকুইন। তবে লিওনেল আবার এই ক্লাবে ফিরলে সেই জার্সি তাকে ছেড়ে দেবেন বলে জানান তিনি। আরও পড়ুন: আইপিএলের জন্য টেস্ট খেলবেন না সাকিব! আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন লিওনেল। এর কাছাকাছি শহর করোনেল আর্নল্ডে জন্ম জোয়াকুইনের। তবে দুজনের আত্মীয়তার কোনও সম্পর্ক নেই। শুধু কাকতালীয়ভাবে শেষের নামটি মিলে গেছে। জোয়াকুইন বলেন, ‘অনেক লোকজন জিজ্ঞেস করেন-লিওনেলের সঙ্গে আমার কোনও আত্মীয়তার সম্পর্ক আছে কি না। তবে আসলে আমাদের রক্তের কোনও সম্পর্ক নেই। শুধু উভয়ের শেষের নামটি মিলে গেছে।’ ১৯ বছর বয়সী ফুটবলার বলেন, ‘৮ বছর বয়সে নিউওয়েলসে খেলা শুরু করেন লিওনেল। আমিও সেসসময় থেকে এই ক্লাবে খেলছি। সবাই বলে, তার মতোই আমার পারফরম্যান্স। যেটা আমি ধরে রাখতে চাই।’ তিনি আরও বলেন, ‘তবে সবচেয়ে আনন্দদায়ক বিষয় হবে, যদি আমি লিওনেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় দলে খেলার সুযোগ পাই। সেই সৌভ্যাগ্য হলে নিজেকে ধন্য মনে করব।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply