মিরপুরে হঠাৎ বৃষ্টি, বন্ধ খেলা চট্টগ্রাম পর্ব শেষে আবার ঢাকায় ফিরেছে বিপিএল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ইনিংসে ১৩তম ওভারে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমন সময় মিরপুরে বৃষ্টির আগমণে বন্ধ দিনের দ্বিতীয় খেলা।
মাঠ ছাড়ার আগে ১২.৫ ওভার মোকাবিলা করে ২ উইকেট হারিয়ে চট্টগ্রামে সংগ্রহ ১০৭ রান। উইল জ্যাকস ৫১ রানে আর শামীম হোসেন ২৭ রানে অপরাজিত ছিলেন। আরও পড়ুন: মিথুনের ঝড় তোলার দিনে লড়াকু সংগ্রহ সিলেটের এর আগে মিরপুরে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়াল্টনের উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাতে অবশ্য দমে যাননি আরেক ওপেনার উইল জ্যাকস। বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে কুমিল্লার বোলারদের হতাশায় ডোবান। তাকে সঙ্গ দিতে আসা আফিফও যেন জ্বলে উঠলেন আপন মনে। ২১ বল মোকাবিলা করে খেললেন ২৭ রানের ইনিংস। তানভীর ইসলামের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। ক্রিজের অপরপ্রান্তে ৩১ বল মোকাবিলা করে ফিফটি তুলে নেন জ্যাকস একই সঙ্গে তামিমকে পেছনে ফেলে চলতি বিপিএলের সর্বোচ্চ স্কোররার বনে যান এই ইংলিশ ব্যাটার। আসরে টিকে থাকতে হলে জয়ের বিকল্প দেখছেন না চ্যালেঞ্জার্স বাহিনী। একদিন বিরতি দিয়ে আবার মাঠে ফিরছে বিপিএল। ধুমধাড়াক্কা টি-টোয়েন্টি ক্রিকেট যারা ভালোবাসেন, বিপিএল আবারও ঢাকায় ফেরায় তাদের মন খারাপ হতে পারে। কারণটা স্পষ্ট, শুরুর ঢাকা পর্বে রানের দেখাই তো পায়নি দর্শকরা। ৮ ম্যাচের ৩ ইনিংসে ১০০ কিংবা তার কম রানে অলআউট হয়েছে দলগুলো। এরপর চট্টগ্রাম পর্বে সাগরিকায় যেনো প্রাণ ফিরে পেয়েছিল বিপিএল। সেখানে খেলা ৮ ম্যাচের ৪টিতেই প্রথমে ব্যাটিং করা দলের স্কোর ছিল ১৭০-এর ওপর। তবে ঘরের মাঠে চট্টগ্রামই যেন ছিল ব্যাকফুটে। ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দলটি এখন সাগরিকায় মিশন শেষ করেছে পয়েন্ট টেবিলের চারে থেকে। সিলেটের বিপক্ষে খুলনা জয় তুলে নেয়ার পর ৬ পয়েন্ট নিয়ে এখন তাদের অবস্থান পাঁচে। মাঠের বাইরে নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও ফিরতে হবে সঠিক পথে। পরপর ২ ম্যাচে হেরে কিছুটা চাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৭ ম্যাচ খেলা দলটি। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি তিন ম্যাচেই জ্বলে উঠতে হবে তাদের। মিরাজ-আফিফ-নাঈমদের এবারের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যারা ৪ ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে শিরোপার অন্যতম বড় দাবিদার। এবারের আসরটা দুর্দান্ত যাচ্ছে কুমিল্লা ভিকোরিয়ান্সের। চার ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ইমরুল-লিটনরা। তাদের লক্ষ্য পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করা। চাপমুক্ত ভিক্টোরিয়ান্সের ডাগআউটে দুই মাস্টার মাইন্ড স্টিভ রোডস আর মোহাম্মদ সালাউদ্দিন। আরও পড়ুন: ক্রিকেটার থেকে নায়ক ধোনি, পরিচালক স্ত্রী সাক্ষী! ৪ ম্যাচে মাত্র একটিতে হারা ডু প্লেসি-লিটন-মুস্তাফিজদের স্কোয়াডকে আরও শক্তিশালী করতে চলে এসেছেন মঈন আলীও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষেই বাংলাদেশের বিমান ধরেছেন ওই সিরিজে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করা অলরাউন্ডার। চট্টগ্রাম পর্বের খেলা শেষে ঢাকায় ফিরেছে মঈনের ভিক্টোরিয়ান্স সতীর্থরাও। কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, সুনীল নারিন, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও মঈন আলী। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : কেনার লুইস, উইল জ্যাকস, আফিফ হোসেন, শামিম হোসেন, সাব্বির রহমান, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ , নাইম ইসলাম (নাইম ইসলাম) , শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা এবং নাসুম আহমেদ।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: