শিক্ষা ব্যবস্থায় গতি আনতে অভিনব ব্যবস্থা
কোভিডের কারণে থমকে যাওয়া প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় গতি আনতে পশ্চিমবঙ্গে অভিনব পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার। যার নাম দেয়া হয়েছে 'দুয়ারে শিক্ষা' বা 'পাড়ায় পাড়ায় পাঠশালা'। নতুন এই পাঠদান ব্যবস্থা নিয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবক।
স্কুলের ভেতরে নয়, এবার এলাকার খোলা মাঠে, গাছ তলায় এইভাবে ছোট্ট-সোনামণিদের পাঠদান শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। যার নাম দেয়া হয়েছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। যেখানে খোলা জায়গায় ব্ল্যাকবোর্ড ঝুলিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।
২০২০ সালে ১৬ মার্চ করোনার কারণে গোটা ভারতের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কোথাও এক বছর তো কোথায় প্রায় টানা দু'বছর বন্ধ ছিলো প্রতিষ্ঠানগুলো।
পশ্চিমবঙ্গে ২০ মাস পর অক্টোবরে স্কুল খুললেও করোনার তৃতীয় ঢেউয়ের কারণে আবারও ৩ জানুয়ারি বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ৪ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলে দেয়া হয়। এখনো বন্ধই রয়েছে প্রাথমিক স্তুরের শিক্ষাকার্যক্রম।
আরও পড়ুন : ‘চীন-পাকিস্তান সম্পর্কের মূলে রয়েছে যুদ্ধের ইতিহাস’
এবার 'পাড়ায় পাড়ায় শিক্ষালয়' কর্মসূচির মধ্য দিয়ে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য নতুন এই পাঠদান ব্যবস্থা চালু হলো, যা নিয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক।
নতুন এই উদ্যোগে সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষকরা পাঠ দান করবেন এবং এতে রাজ্যটির প্রায় ৮০ লাখ শিক্ষার্থীর সরাসরি শিক্ষার সুযোগ নিশ্চিত হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Tag: English News Featured world
No comments: