করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৯৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
upay
এরআগে বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে দেশে ৩৬ জনের মৃত্যু হয়।শনাক্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৯৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৮৫৮টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৮৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ১১ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ১৮ জন। চট্টগ্রামে ২, খুলনায় ৬, রাজশাহীতে ৪, রংপুরে ১ ও সিলেটে ২ জন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Tag: English News lid news national
No comments: