কর্মপরিকল্পনা প্রস্তুতে কাজ করছে সরকার’ পরিবেশবান্ধব আবাসিক ও বাণিজ্যিক ভবন এবং কারখানা নির্মাণের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রস্তুতে কাজ করছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক কর্মশালা মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইইউ-সুইচ এশিয়া যৌথভাবে কর্মশালার আয়োজন করে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন ) মো. মিজানুল হক চৌধুরী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পরিবেশ ও এনার্জি বিষয়ের অধ্যাপক ডক্টর মো. আশিকুর রহমান জোয়ার্দার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার প্রমুখ। আরও পড়ুন: সিটির বর্জ্য দূরে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতর/সংস্থার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কম কার্বন নিঃসরণে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য দেশের সকল স্থান ও জনগণের প্রয়োজন এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিষয়গুলো বিবেচনা করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। আরও পড়ুন: তুরাগ তীর উদ্ধার, আনসার দেখে ভোঁ-দৌড় এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে কাজ করতে হবে। তিনি বলেন, ভবনের আশেপাশে খোলা জায়গা ও সূর্যের আলো থাকতে হবে। ইট, রড এবং সিমেন্টসহ সকল নির্মাণসামগ্রী পরিবেশ বান্ধব হতে হবে। পরিবেশ বান্ধব ভবন ব্যয়সাশ্রয়ী ও টেকসই হবে।
No comments: