ইকুয়েডরে ভূমিধসে নিহত ২৪
ইকুয়েডরের রাজধানী কুইটোতে ভূমিধসে ২৪ জন নিহত এবং ১২ জন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মেয়র সান্তিয়াগো গার্ডেরাস এ তথ্য জানান।
upay
এদিন কুইটো নিরাপত্তা বিভাগ আরও জানায়, ৩২ জন আহত হয়েছেন এবং আটটি বাড়ি ধসে পড়েছে।
প্রায় ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে সৃষ্ট এই দুর্যোগে ধ্বংসাবশেষে জীবিতদের খুঁজতে উদ্ধারকর্মীদের সঙ্গে স্থানীয়রা যোগ দিয়েছেন।
সূত্র: গার্ডিয়ান, রয়টার্স
No comments: