Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » জানুয়ারিতে প্রাণ হারানো ৭৩ শতাংশ ভ্যাকসিন নেননি : স্বাস্থ্য অধিদপ্তর




জানুয়ারিতে প্রাণ হারানো ৭৩ শতাংশ ভ্যাকসিন নেননি : স্বাস্থ্য অধিদপ্তর

জানুয়ারি মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭৩ শতাংশ ভ্যাকসিন গ্রহণ করেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে কারা ভ্যাকসিন পেয়েছেন এবং কারা পাননি সেই সম্পর্কে খুঁজে বের করার চেষ্টা চলছে। তার মধ্যে গত জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত মোট যে মৃত্যু দেখেছি, তার প্রায় ৭৩ শতাংশ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেননি। বাকিরা সবাই ভ্যাকসিন পেয়েছেন। এছাড়া, প্রথম ডোজের ভ্যাকসিন পেয়েছিলেন ১৮ জন এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়েছেন ৬১ জন। ডা. নাজমুল আরও বলেন, ওমিক্রনের নতুন যে ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে, তারও একটি সাব-ভ্যারিয়েন্ট বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। বিভিন্ন গবেষণাকে উদ্ধৃত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে জানিয়েছে, এই সাব-ভ্যারিয়েন্টটি কিন্তু আগের তুলনায় বেশি সংক্রামক হতে পারে। আর বেশি সংক্রামক হলে ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়। ডা. নাজমুল বলেন, আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। রোগীর সংখ্যা কোনোভাবেই যাতে না বাড়ে সে জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। আমরা যদি বয়স অনুপাতে মৃত্যুর হার দেখি তাহলে দেখা যাবে, সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ বছর থেকে ৭০ বছর পর্যন্ত বয়সীরা। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগটিতে ১২ হাজার ৪৫১ জনের মৃত্যু হয়েছে। শতকরা হিসেবে সেটি প্রায় ৪৩ দশমিক ৮০ শতাংশের বেশি। ডা. নাজমুল আরও বলেন, আমাদের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আর রোগীর সংখ্যা যখনই বাড়ে, আইসিইউ, এইচডিইউ এবং অক্সিজেন সরবরাহের ওপরও চাপ সৃষ্টি হয়। তবে আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যেই ১১৯টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপিত হয়েছে। ২৯ হাজারেরও বেশি অক্সিজেন সিলিন্ডার, দুই হাজারের বেশি হাইফ্লো-ন্যাজাল ক্যানোলা এবং দুই হাজার ৩০০টিরও বেশি অক্সিজেন কনসাল্ট্রেটর রোগীদের সেবায় নিয়োজিত আছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply