সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল
দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোরে দামেস্কে সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলি বাহিনী। অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হলেও কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইল।
এর আগে উত্তর সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রশাসন বলছে, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আইএস নেতা আবু ইব্রাহীম আল-হাসেমি আল-কুরাইশির বিস্ফোরিত বোমায় পরিবারসহ তিনি নিজেই নিহত হয়েছেন।
আরও পড়ুন: আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা, আইএস সদস্য নিহত
জঙ্গি গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর এর নেতৃত্ব দিচ্ছিলেন আবু ইব্রাহীম আল-হাসেমি। ২০১৯ সালে মার্কিন অভিযানে আত্মঘাতী হয়েছিলেন বাগদাদি।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘দক্ষতা ও সাহসিকতার জন্য আমাদের সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুদ্ধক্ষেত্রে আমরা আইএস নেতাকে নিঃশেষ করে দিয়েছি। অভিযান শেষে সব আমেরিকান নিরাপদে ফিরে এসেছেন।’
Tag: English News world
No comments: