দাম একটু বেশি হলেও খাবারের হাহাকার নেই : কৃষিমন্ত্রী
দাম একটু বেশি হলেও খাবারের হাহাকার নেই : কৃষিমন্ত্রী
দাম একটু বেশি, সেটা ঠিক। তবে দেশে খাবারের হাহাকার নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দক্ষিণ সুদানের কৃষি ও খাদ্য নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী দেং দাউ ডেং মালেকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
upay
মন্ত্রী বলেন, চালের দাম কমের দিকে, কিছুটা হলেও কমেছে। পেঁয়াজের দাম কম। পেঁয়াজের জন্য নানারকম উদ্যোগ নিয়েছি। তবে শাক-সবজির দাম এবার সেভাবে কমেনি, যেভাবে কমা উচিত ছিল।
চালের দাম কমছে তবে এখনো দরিদ্র মানুষের নাগালের বাইরে এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ১০ টাকা কেজি দরে গরিবদের ওএমএসে দেওয়া হচ্ছে। এ কারণে খাবারের হাহাকার নেই। তবে দাম একটু বেশি, সেটা ঠিক।
কী কারণে দাম বেশি জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, একটু আগে অর্থ সচিব এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। কিছুটা মুদ্রাস্ফীতি, এই যে তেলের দাম আর আন্তর্জাতিক বাজারে দাম বেশি। একটার সঙ্গে আরেকটার লিংক আপ। সব জিনিসের দাম বাড়ার একটা ইমপ্যাক্ট আছে বলে আমার মনে হয়
Tag: English News politics
No comments: