জার্মানিতে ২ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা
জার্মানিতে টহল দেয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলীয় কুজেল শহরে একটি ট্রাফিক পোস্টের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার ভোরে জার্মানির বানিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্ট এর পাশের অঙ্গরাজ্যে টহলরত অবস্থায় একটি গাড়ি তল্লাশি করার সময় ২৪ ও ২৯ বছর বয়সী দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ছিলেন। তবে কে বা কারা কি উদ্দেশ্যে গাড়িতে এসে এই হত্যাকাণ্ড চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুনঃ কাতার-আমিরকে-সুখবর-দিলেন-বাইডেন
দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এক মুখপাত্র বলেন, এ ঘটনার সঙ্গে কতিপয় দুর্বৃত্তকারী যুক্ত রয়েছে এবং তাদের সঙ্গে অস্ত্র ছিলো বলে আমাদের ধারণা। তবে কতজন ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত নই। আমরা ওই গাড়ি এবং গাড়ির ভেতরের চালককে খুঁজছি। সাধারণ মানুষের প্রতি আমাদের অনুরোধ সন্দেহজনক কোনো কিছু দেখলে বা মনে হলে তারা যেন দ্রুত আমাদের জানান।
জার্মানি | সববাংলায়
পুলিশের এক মুখপাত্র জানান, নিহত পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ হওয়ার পর কন্ট্রোল রুমের ওয়াকিটকিতে বাঁচার আকুতি জানান। তবে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাদের। ঘটনার পরপরই গাড়ী নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এরইমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের।
খুঁজতে পুরো অঞ্চলে তল্লাশি শুরু করেছে পুলিশ। আরো হামলার আশঙ্কায় স্থানীয়দের নিরাপদে চলার পরামর্শ দেয়া হয়েছে।
Tag: English News world
No comments: