বাংলাদেশকে আরও ৬০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় করোনা সংক্রমণ প্রতিরোধী আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়।
upay
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ৬০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট সাড়ে চার কোটি ডোজ টিকা উপহার দিয়েছে। আরও লাখ লাখ টিকা বাংলাদেশে আসবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিকা অনুদানের পাশাপাশি মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশের জাতীয় করোনা টিকাদান কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।
যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, যুক্তরাষ্ট্র সরকার টিকা অনুদানের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
যুক্তরাষ্ট্র ইউএসএআইডি, প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র দপ্তর এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মাধ্যমে কোভিড-সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকারও বেশি সহায়তা করেছে বলে জানায় দূতাবাস
Tag: English News politics
No comments: