তিশার গায়ে হলুদ সম্পন্ন, বিয়ে আগামীকাল
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। বিয়ের সানাই বাজতে চলেছে এই অভিনেত্রীর। সোমবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়ে গেল তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল তিশার গায়ে হলুদ অনুষ্ঠানের আসর।
এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। গত ১৫ জানুয়ারি তিশার বনশ্রীর বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন এই অভিনেত্রী।
তাসনুভার বাগদত্তা সৈয়দ আজগর, হাই ভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত। ২০২০ সালের ডিসেম্বর মাসের আজগরের সঙ্গে তার পরিচয়, এরপর দুজন দুজনকে কাছ থেকে দেখা ও জানাশোনা। একটু একটু করে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুন: চার ধারাবাহিক দিয়ে আইরিনের বছর শুরু
প্রেমের সম্পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন। ২০২০ সালের ডিসেম্বর মাসে পরিচয়ের পর প্রায় সময়ই ফোনে কথা বলা, একজন আরেকজনকে ম্যাসেজ আদান প্রদান। তিন মাস পর্যন্ত দুজন দুজনকে আপনি করে বলতেন। এরপর দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুন: কী আবদার ছিল মেহ্জাবীনের
বুধবার (২ ফেব্রুয়ারি) তিশার বিয়ে। এসময়ও শুধু দুই পরিবারের সদস্য এবং কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এর আগে, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর তিশা ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তিশা-ফারজানুলের বিবাহবিচ্ছেদ হয়
No comments: