Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ছোট্টবেলায় দিদির সঙ্গে অক্ষয়ের শ্যুটিং দেখতে যেতাম, পরে ওরই নায়িকা হয়ে গেলাম: করিনা




ছোট্টবেলায় দিদির সঙ্গে অক্ষয়ের শ্যুটিং দেখতে যেতাম, পরে ওরই নায়িকা হয়ে গেলাম: করিনা স্কুলে পড়ার সময়ে দিদির ছবির সেটে যেতেন করিনা। তিনি তখন এতই ছোট যে, অন্যদের কোলে বসে শ্যুটিং দেখতেন। দিদি করিশ্মার নায়ক হয়েছেন। জুটিতে একাধিক ছবি। পরে করিনার বিপরীতেও নায়ক হিসেবে কাজ করেছেন অক্ষয়কুমার। কিন্তু দিদির নায়কের সঙ্গে প্রেম করতে কেমন লাগত 'বেবো'র? অক্ষয়েরই স্ত্রী টুইঙ্কল খন্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা কপূর খান জানিয়েছিলেন সেই অভিজ্ঞতার কথা। হাসতেই হাসতেই 'অজনবি'র অভিনেত্রী জানিয়েছিলেন, স্কুলে পড়ার সময়ে শ্যুটিং দেখতে দিদির ছবির সেটে যেতেন তিনি। করিনা তখন এতই ছোট যে, অন্যদের কোলে বসেই দেখতেন কী ভাবে করিশ্মা আর অক্ষয় ক্যামেরার সামনে অভিনয় করছেন। এমনকী শটের ফাঁকে অক্ষয় এসে তাঁর সঙ্গে খেলায় মাততেন। গাল টিপে আদরও করে দিতেন ছোট্ট 'বেবো'কে। সেই অক্ষয়ই পরে তাঁর নিজের নায়ক। করিনার কথায়, " দিদির সঙ্গে ওর প্রথম ছবির শ্যুটিং দেখেছি। তার সঙ্গেই নাকি আমিও প্রেম করছি! হোক না ক্যামেরার সামনে। অদ্ভুত লাগত কিন্তু।"

সাত বছর ধরে নাসিরউদ্দিন-পুত্রের সঙ্গে সহবাস সম্পর্কে ছিলেন হৃতিকের নতুন সঙ্গী সাবা টুইঙ্কল-করিনা অক্ষয়ের লম্বা কেরিয়ার নিয়ে রসিকতায় মেতেছেন এর পরেই। বলেছেন, সইফের সঙ্গে কাজের পরে এ বার নির্ঘাত তৈমুরের সঙ্গেও সহ-নায়ক হবেন ৫৪ বছরের অক্ষয়! হাসতে হাসতেই করিনা মনে করিয়ে দিয়েছেন, ইদানীং বলিউডে অভিনেত্রীদের কেরিয়ারও কম লম্বা নয়। অভিনয়ে ২০ বছর কাটিয়ে ফেলার পরে তিনি নিজে যে আজও জনপ্রিয় নায়িকা! ১৯৯২ সালে করিশ্মার সঙ্গে অক্ষয়ের প্রথম ছবি 'দিদার'। 'সুহাগ', 'লহু কে দো রং'-সহ একগুচ্ছ ছবিতে কাজ করেছেন জুটিতে। ২০০১-এ অক্ষয়ের বিপরীতে 'অজনবি' ছবিতে প্রথম কাজ করেন করিনা। ৪১ বছরের অভিনেত্রী শেষ বার অক্ষয়ের ছবিতে জুটি বেঁধেছেন ২০১৯ সালে, 'গুড নিউজ' ছবিতে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply