Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ২৭ জেলায় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত




দেশে ২৭ জেলায় চলমান মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মাঘের শীতে কাঁপছেন গ্রামগঞ্জের লোকজন। কয়েকদিন ধরে কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের। দুর্ঘটনা এড়াতে দিনদুপুরে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশে বয়ে যাওয়া এ শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো পঞ্চগড় জেলা। সীমাহীন দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। শীতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। প্রতিদিনই কমছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। এ দিকে, রাজশাহীতে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজ সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবন। এ জেলায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। আজ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, লালমনিরহাট এবং মৌলভীবাজারে বেড়েছে শীতের দাপট। গরম কাপড়ের অভাবে বিপাকে ছিন্নমূল মানুষ। বোরো ধান রোপণের ভরা মৌসুমে তীব্র শীতে বিপাকে কৃষিশ্রমিকরা। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝরি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, রাঙামাটি, ফেনী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং আগামী ৭২ ঘণ্টা রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ছয় দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা কুতুবদিয়াতে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময়ে রাজধানী ঢাকায় ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply