বিমানের চাকায় লুকিয়ে ১১ ঘণ্টার পথ পাড়ি
মালবাহী বিমানের সামনের চাকায় লুকিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে গেছেন এক ব্যক্তি।
আমস্টারডামের শিফোল বিমানবন্দরে অবতরণকারী কার্গোলাক্সের ওই বিমানের চাকার নিচে থেকে তাকে উদ্ধার করে ডাচ পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের চাকায় চড়ে প্রায় ১১ ঘণ্টার পথ পেরিয়েছেন ওই ব্যক্তি।
নেদারল্যান্ডস পুলিশ জানিয়ে, ওই ব্যক্তির বয়স এবং জাতীয়তা এখনও নিশ্চিত হয়নি। তার স্বাস্থ্য নিয়েই আমাদের প্রথম উদ্বেগ ছিল। কারণ উচ্চ উচ্চতায় ঠান্ডা ও কম অক্সিজেনের কারণে দীর্ঘ ফ্লাইটে তার পক্ষে বেঁচে থাকা খুবই অস্বাভাবিক।
আরও পড়ুন: ইসরাইলের কারাগারে ১৭ ফিলিস্তিনি সাংবাদিক
মালবাহী বিমানটির জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা। এই যাত্রাপথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে একবার বিরতি দিয়েছিল বিমানটি।
ডাচ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ওই ব্যক্তি এখন সুস্থ আছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি স্বাভাবিক প্রশ্নের জবাব দিতেও সক্ষম ছিলেন।
Tag: English News Featured world
No comments: