Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রাহুল-পন্থ-শার্দূলের ব্যাট শাসন! দক্ষিণ আফ্রিকার টার্গেট ২৮৮




রাহুল-পন্থ-শার্দূলের ব্যাট শাসন! দক্ষিণ আফ্রিকার টার্গেট ২৮৮ দুরন্ত ব্য়াটিং পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ পকেটে পুরতে হলে করতে হবে ২৮৮। শুক্রবার পার্লের বোল্যান্ড পার্কে প্রথম ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে তুলল ৬ উইকেটে ২৮৭। এদিন ব্যাট করতে নেমে ভারত ৬৪ রানের মধ্যে হারিয়ে ফেলে ২ উইকেট। কেএল রাহুলের সঙ্গে ওপনে করতে নেমে শিখর ধাওয়ান রীতিমতো সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু ৩৮ বলে ২৯ রানের ইনিংস খেলে মারক্রমের বলে মাগালার হাতে ক্যাচ তুলে দেন। এরপর রাহুলের হাত শক্ত করতে এসেছিলেন বিরাট কোহলি। কিন্তু সদ্যপ্রাক্তন ক্যাপ্টেন উইকেটটি ছুড়ে দিয়ে আসলেন, তা দেখে বিশ্বাস করতে কষ্ট হয় যে, তিনি ব্যাটিং মায়েস্ত্রো! মাত্র পাঁচ বল খেলে শূন্য রানে ফিরে এলেন কোহলি। বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজের সাদামাটা ডেলিভারি কভারে তুলে খেললেন কোহলি, একেবারে লোপ্পা ক্যাচ তুলে দিলেন প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমার হাতে।

ধাওয়ান-কোহলি ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন ঋষভ পন্থ। রাহুলের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেন ১১৫ রান। এদিন চেনা মেজাজেই ব্যাট করলেন পন্থ। ৭১ বলে ঝোড়ো ৮৫ রানের ইনিংস খেলে আউট হলেন তিনি। ১০টি চার ও জোড়া ছক্কা হাঁকান পন্থ। পন্থ প্রোটিয়া স্পিনার তাবারেজ শামসির বলে ক্যাচ আউট হন। পন্থ ফেরার কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফিরে যান শ্রেয়স আইয়ার (১৪ বলে ১১)। তিনিও শিকার হন শামসির। এলবিডব্লিউ হয়ে যান আইয়ার। এরপর রানের গতি বাড়ানোর কাজটা করেন ভেঙ্কটেশ আইয়ার। ৩৩ বলে ২২ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। ভেঙ্কটেশ ফেরার পর শেষের দিকে ম্য়াচের রং বদলে দেন শার্দূল ঠাকুর (৩৮ বলে অপরাজিত ৪০) ও আর অশ্বিন (২৪ বলে অপরাজিত ২৫)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply