অজ্ঞাত স্থানে নেওয়া হলো ট্রুডোসহ পরিবারক
ে
করোনাভাইরাসের টিকা নেওয়ার বাধ্যতামূলক করার আদেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় দেওয়া বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী কানাডার অন্টারিও'র পার্লামেন্ট হিলে জড়ো হয়েছেন। সূত্রের বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবারকে 'অজ্ঞাত স্থানে' সরিয়ে নেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের অধিকাংশই ট্রাকচালক, তারা দেশের প্রায় সব অঞ্চল থেকে পায়ে হেঁটে বিক্ষোভে অংশ নিয়েছেন।
upay
সিবিসি নিউজের প্রতিবেদনের তথ্যমতে, করোনা মহামারিতে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার নিন্দা জানিয়ে শনিবার তারা সংসদীয় এলাকায় সমবেত হন।
যদিও আয়োজকরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহবান জানিয়েছেন তবুও সম্ভাব্য সহিংসতার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিক্ষোভের কেন্দ্রস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরের অবস্থিত বাসভবন রাইডাউ কটেজে প্রধানমন্ত্রী ও তার পরিবার এখন আর নেই। তার সফরসূচি বলছে, তিনি রাজধানী এলাকাতেই অবস্থান করছেন।
ট্রুডো তার এক সন্তান করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে রয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
Tag: English News world
No comments: