Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাসেল–ঝড়ে প্রথম জয় পেল ঢাকা




একদিকে আলজারি জোসেফের গতি ও বাউন্স, আরেক দিকে শফিকুর ইসলামের সুইং—এতেই ফরচুন বরিশাল পেয়ে যায় দারুণ এক শুরু। মাত্র ১০ রান তুলতেই মিনিস্টার গ্রুপ ঢাকার প্রথম চার ব্যাটসম্যান আউট! তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম ও মোহাম্মদ শেহজাদের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। স্কোরবোর্ডে মাত্র ১২৯ রান নিয়ে লড়তে হলে এমন শুরুই তো দরকার! কিন্তু ঢাকার লম্বা ব্যাটিং লাইন-আপের সঙ্গে লড়তে হলে দ্রুত আরও কিছু উইকেট নিতে হতো। মাহমুদউল্লাহ ও শুভাগত সেটি হতে দেননি। ৬২ বলে ৬৯ রানের জুটি গড়ে ঢাকাকে বিপদমুক্ত করেন। ৪ উইকেটের জয় পেয়েছে মাহমুদউল্লাহর দল। প্রথম স্পেলে দারুণ বোলিং করা শফিকুর ও জোসেফকে দ্বিতীয় স্পেলের জন্য বোলিংয়ে আনতে একটু দেরিই করে ফেললেন সাকিব। মাঝের ওভারে স্পিন দিয়ে মাহমুদউল্লাহ-শুভাগতর জুটি ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। ইনিংসের ১৪তম ওভারে ব্রাভোর বলে ২৫ বলে ২৯ রান করে শুভাগত আউট হন। বরিশালের হয়ে আজ নেমেই রান পেয়েছেন ক্রিস গেইল বরিশালের হয়ে আজ নেমেই রান পেয়েছেন ক্রিস গেইলছবি: প্রথম আলো জুটি ভেঙে উল্টো যেন নিজেদের বিপদই ডেকে এনেছেন ব্রাভো। আন্দ্রে রাসেল ক্রিজে এসেই চার-ছক্কায় রান বাড়াতে থাকেন। ৩টি চার ও ও ২টি বিশাল ছক্কায় মাত্র ১৫ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই জ্যামাইকান। অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে মাত্র ২৫ বলে ৫০ রান যোগ করেন তিনি। মাহমুদউল্লাহ ৪৭ বলে ৪৭ রান করে আউট হন। দুজনের জুটিতে ঢাকা জয়ের বন্দরে পৌঁছে যায় ইনিংসের ১৫ বল ও ৪ উইকেট বাকি থাকতে। এবারের বিপিএলে এটিই ঢাকার প্রথম জয়। বোলিংয়ের ২ উইকেটের সঙ্গে ব্যাট হাতে ৩১ রান করে ম্যাচসেরা হয়েছে রাসেল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply