Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রদীপ ও লিয়াকতের দৃষ্টান্তমূলক সাজা চায় পরিবার




প্রদীপ ও লিয়াকতের দৃষ্টান্তমূলক সাজা চায় পরিবার বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চায় পরিবার। এ মামলাটির রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি)। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করবেন। upay রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, আমরা অভিযোগ প্রমাণ করতে পেরেছি। ষড়যন্ত্র করে ও পরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বিধায় আমরা আদালতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি। এমন নিষ্ঠুর ঘটনা যাতে আর না ঘটে, যেন আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে। আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন খান বলেছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে বাদীপক্ষ ব্যর্থ হয়েছে। আমরা চাই এই মামলায় ন্যায়-বিচার নিশ্চিত হোক। সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, ওসি প্রদীপ দাশ ও তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চাই। অন্য আসামিদের অপরাধের ভিত্তিতে সাজা হবে আশা করি। এই রায়ের মাধ্যমে একই সঙ্গে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না- এই রায়ের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত হবে বলেই আমাদের প্রত্যাশা। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply