করোনায় ভারতে আরও ৯৫৯ মৃত্যু, শনাক্ত ২ লাখেরও বেশি
ভারতে ২.০৯ লাখ নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, যা রোববারের চেয়ে ১০ শতাংশ কম। কোভিড পজিটিভ হওয়ার হার ১৪.০৯ থেকে বেড়ে ১৫.৭ হয়েছে।
ভারতে বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার ২৬৮ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৬৮৪ জন সংক্রমিত হয়েছেন।
ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৫০ জনে। গত চব্বিশ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৯৫৯ জন এবং শুধু কেরালাতেই মারা গেছেন ৩৭৪ জন।
টালমাটাল এই পরিস্থিতিতে রোববার (৩০ জানুয়ারি) বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু অনেক কমেছে। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৯ হাজার ২২২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪৭ জনের।
এর আগে শনিবার (২৯ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ১০ হাজার ৩২৪ জনের। ফলে গতকালের তুলনায় আজ আক্রান্ত প্রায় আট হাজার এবং মৃত্যু আড়াই হাজার কমেছে।
আরও পড়ুন: ঢামেকে করোনা রোগী বেড়েছে, অধিকাংশ ওমিক্রনে আক্রান্ত
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৩০ লাখ ৬ হাজার ৩৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ২০ জনে। আর সুস্থ হয়েছেন ২৯ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৩৩২ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৬ হাজার ৮৬১ জনের।
Tag: English News Featured world
No comments: