৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত
করোনাভাইরাস ঊর্ধ্বমুখীর কারণে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান।
upay
তিনি বলেন, করোনাভাইরাস বাড়ায় মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
পিএসসি চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যবিধি মেনে ৪০তম বিসিএস পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বর্তমানে পিএসসির একাধিক কর্মকর্তা অসুস্থ হয়ে পড়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়েছে। চলমান ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হবে।
তিনি আরও বলেন, ১০টি বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। বোর্ডের সদস্যরা অসুস্থ থাকলে পরীক্ষা নেওয়াটা অসম্ভব হয়ে পড়ে। তবে অনেক পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন বলে বৃহস্পতিবারের (২৭ জানুয়ারি) এ পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত রাখা হবে। পরীক্ষা যাতে পিছিয়ে না যায় সেই জন্য আগামী সপ্তাহ পর ফের তা শুরু করার চেষ্টা করা হবে।
Tag: English News politics
No comments: