তরুণদের ঝগড়ায় আগুনে পুড়ে মৃত্যু ১৯
ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। সেখানকার কারাওকে বারে স্থানীয় তরুণদের মধ্যে ঝগড়া ও সংঘর্ষের পর অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরংয়ের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে তরুণদের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে একজন ছুরিকাঘাতে নিহত হয়।
এরপর ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভেতরে থাকা ১৮ জন আটকা পড়ে।
আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশির কাছে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের বিচারক
পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি বলেছেন, তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা। কিন্তু এজন্য এত মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের এক মুখপাত্র ডেডি প্রাসেতিও জানিয়েছেন, মালুকু দ্বীপ থেকে আসা দুই প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীর মধ্যে ঝগড়াটি হয়েছিল।
Tag: English News Featured world
No comments: