Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গিনেস বুকে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে স্থান পেয়েছে সাভারের চারু




গিনেস বুকে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে স্থান পেয়েছে সাভারের চারু গিনেস বুকে জায়গা করে নিয়েছে চারু নামে বাংলাদেশের ঢাকার সাভার এলাকার খর্বাকৃতির এই গরুটি। (ছবি- বাংলাদেশ প্রতিদিন)

েস বুকে জায়গা করে নিয়েছে চারু নামে বাংলাদেশের ঢাকার সাভার এলাকার খর্বাকৃতির একটি গরু। এর আগে এই স্থান পেয়েছিলো একই খামারের রানি নামের আরেকটি গরু। তবে রানির স্বীকৃতি মিলেছিলো মৃত্যুর পর। শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খামারে বেড়ে উঠা চারুর উচ্চতা ২৩.৫০ ইঞ্চি, লম্বা ২৭ ইঞ্চি এবং ওজন ৩৯ কেজি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পৃথিবীর সবচেয়ে জীবিত ছোট গরু হিসেবে চারুকে স্বীকৃতি দিয়েছে। মঙ্গলবার গিনেস বুক কর্তৃপক্ষ মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন খামারের মালিক। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ গিনেস বুকে ইমেইলের মাধ্যমে আবেদন করে। মঙ্গলবার গিনেস কর্তৃপক্ষ চারুকে বিশ্বের সবচেয়ে় ছোট জীবিত গরুর স্বীকৃতি দেয়। উল্লেখ যে, ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর গিনেস বুকে রেকর্ড গড়া রানির উচ্চতা ছিল ২০ ইঞ্চি, লম্বা ২৪ ইঞ্চি ও ওজন ২৬ কেজি। গত ১৯ আগস্ট দুই বছর বয়সে অসুস্থ হয়ে মারা যায় রানি। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, চারু নামে গরুটির জন্ম ২০১৯ সালের জুলাই মাসে তার বয়স আড়াই বছর। চারুর এখন চার দাঁত। শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান বলেন, "অনেক রকমের পশু-পাখি পালন করি আমরা। রানি মারা যাওয়ার পর ছয় মাস আগে চারুকে সিলেট থেকে সংগ্রহ করেছিলাম। এই খামারে চারুকে প্রাকৃতিক খোলামেলা পরিবেশে পালন করছি। আগে যেহেতু রানি মারা গেছে, তাই চারুর প্রতি একটু বেশি যত্ন নেই। গিনেস বুক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী একাধিকবার চারুর মাপের ছবি এবং ভিডিও পাঠানো হয়েছে। পশু চিকিৎসক প্রতি দু’সপ্তাহ পরপর চারুকে দেখতে আসেন এবং ওজন, শরীর চকচকে আছে কি না, গঠন বাড়ছে কি না এসব পরীক্ষা করেন। শেষ পর্যন্ত আনন্দের সংবাদ আমাদের পরিশ্রমকে সফল করেছে।"






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply