আমার পরিবার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমার পরিবার কোনো ধরনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নয়। চাঁবিপ্রবির ভূমি অধিগ্রহণ নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী এ সময় বলেন, উন্নয়ন প্রকল্প দেখলে একটি মহল এমন অভিযোগ তোলে। এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্য ও ভিত্তিহীন বলেও উল্লেখ করেছেন দীপু মনি। এছাড়া বিশ্ববিদ্যালয়টির জন্য জমি অধিগ্রহণে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন দীপু মনি।
তিনি আরও বলেন, দুর্নীতি হয়েছে কিনা এ বিষয়টি দেখভালের জন্য সরকারের বিভিন্ন সংস্থা আছে, তারা খুঁজে বের করতে পারে। শিক্ষামন্ত্রীর ভাই জমি বিক্রি করে দেননি, হস্তান্তর করে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে করা এই অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের দীপু মনি বলেন, বিষয়টি ভেবে দেখা হচ্ছে।
Tag: English News politics
No comments: