ডেঙ্গু আক্রান্তের সবশেষ
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে রাজধানীতে তিন ও অন্যান্য বিভাগে দুইজন রোগী ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (২৭জনুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে জানানো হয়, বর্তমানে হাসপাতালে (১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত) সর্বমোট ভর্তি হন ১২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১১৮ জন।
২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। এ সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।
Tag: politics
No comments: