যুক্তরাষ্ট্রে আবাসিক হোটেলে গুলি, নারী নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রায় প্রতিদিনই ঝরছে প্রাণ। এবার ওয়াশিংটন ডিসিতে একটি আবাসিক হোটেলে গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ডেইজ ইন নামের একটি হোটেলে হঠাৎ গুলি বর্ষণ করে বন্দুকধারী।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয় পুলিশ। হামলার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ওই হোটেলটি ঘিরে রাখে।
আরও পড়ুন: মানবাধিকারের সবক দেওয়া যুক্তরাষ্ট্রে বাড়ছে গুম-খুন
স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। হোটেলটির সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য সারাবিশ্বে মানবাধিকার রক্ষায় মার্কিনরা অত্যন্ত সোচ্চার। অথচ তাদের দেশেই ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৭ বছরে পুলিশের গুলিতে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যার কোনো নির্দিষ্ট বিচার হয়নি।
Tag: English News Featured world
No comments: