মেহেরপুরে নতুন করে আরো ৮ জনের করো্না পজিটিভ রিপোর্ট
এসেছে। মেহেরপুর সিভিলসার্জেন অফিস সূত্রে জানা গেছে সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, শনিবার রাতে তার মধ্যে ৩৬ টি রিপোর্ট এসেছে। এসকল রিপোর্টের মধ্যে এক জনের রিপোর্ট পজেটিভ এসেছে ।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান,সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, শনিবার তার মধে ৮ টি পজেটিভ রিপোর্ট এসেছে।বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ২৩ জন। (সদর-১৩, গাংনী-৬, মুজিবনগর -৪) জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৮২। (সদর-৮৪, গাংনী- ৫৮, মুজিবনগর -৪০)। সুস্থ হয়েছে ৪ হাজার ৫১৩ জন (সদর-২০৭৭, গাংনী -১৭৭৮, মুজিবনগর-৬৫৮] ট্রান্সফার্ড- ১২৬ জন। (সদর- ৮৩, গাংনী-১৮ , মুজিবনগর -২৫) শনিবার ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৬ হাজার ২৪৮ ডোজ। এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৮ লক্ষ ৭৩ হাজার ৫৫৩ ডোজ। এর মধ্যে (পুরুষ-৪ লক্ষ ৬ হাজার ৬৯৯ ও মহিলা-৪ লক্ষ ৬৬ হাজার ৮৫৪) ১ম ডোজ-৪ লক্ষ ৯৭ হাজার ৬২৬। ২য় ডোজ-৩ লক্ষ ৭১ হাজার ৪৭৮। ৩য় ডোজ-৪ হাজার ৪৪৯।
সবাই সামাজিক দূরত্ব মেনে , নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখা সহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে সিভিল সার্জন।
Tag: English News others Zilla News
No comments: