শিরোনাম

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গাড়ি ও রোবট নিয়ে চাঁদের পথে স্বপ্নযাত্রা টয়োটার




এই গ্রাফিক চিত্রে চন্দ্র পৃষ্ঠের অন্বেষণের জন্য "লুনার ক্রুজার" যান দেখা যাচ্ছে। ২৮ জানুয়ারি, ২০২২। চন্দ্রপৃষ্ঠে চষে বেড়ানোর জন্য, জাপানের মহাকাশ সংস্থার সাথে মিলে টয়োটা একটি যান তৈরিতে কাজ করছে বলে, কোম্পানিটির কর্মকর্তারা শুক্রবার জানান। ২০৪০ সাল নাগাদ চাঁদে এবং তারপর মঙ্গলগ্রহে বসবাসের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করতে যানটি তৈরি করা হচ্ছে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’র সাথে মিলে তৈরি করতে থাকা এই যানটির নাম লুনার ক্রুজার। নামটি টয়োটা ল্যান্ড ক্রুজার নামের স্পোর্টস ইউটিলিটি গাড়িটির নামের আদলে রাখা হয়েছে। ২০২০ এর দশকের শেষের দিকে সেটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। যানটির ধারণার মূলে রয়েছে এমন চিন্তাধারা যে, মানুষজন গাড়িতে নিরাপদে খায়, কাজ করে, ঘুমায় ও অন্যদের সাথে যোগাযোগ করে এবং সেই একই কাজগুলো মহাকাশেও করা সম্ভব বলে মনে করেন তাকাও সাতো। তিনি টয়োটা মোটর কর্পোরেশনের লুনার ক্রুজার প্রকল্পটির প্রধানের দায়িত্ব পালন করছেন। টয়োটার সাথে চুক্তিবদ্ধ গিটাই জাপান ইনকরপোরেটেড নামের একটি প্রতিষ্ঠান, লুনার ক্রুজারটির জন্য একটি রোবট বাহু তৈরি করেছে। নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের মত কাজে ব্যবহারের জন্য সেটির নকশা করা হয়েছে। সেটির “সাঁড়াশি”র মত অগ্রভাগের কারণে সেটিতে সংযুক্ত যন্ত্রগুলো পরিবর্তন করা যাবে। যার ফলে সেটি দিয়ে ভিন্ন ভিন্ন ধরণের যন্ত্রের কাজ করা যাবে, যেমন বেলচার মত কোন কিছু সেচা, কিছু তোলা ও কোন কিছু সরানো বা পরিষ্কার করা। গিটাই এর প্রধান নির্বাহী শো নাকানোসে বলেন যে, তিনি মনে করেন মহাকাশে পৌঁছনোর বাধা মোটামুটি পেরোনো গিয়েছে কিন্তু মহাকাশচারীদের সেখানে কাজ করা অনেক ব্যয়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, এমন পরিস্থিতিগুলোতেই রোবটের ব্যবহার সুবিধা বয়ে আনবে।






«
Next
সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রঃ গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২২
»
Previous
কেনিয়ায় সন্ত্রাসী হামলা বিষয়ে ফ্রান্সের সতর্ক বার্তা: দেশটিতে কড়া নিরাপত্তা ব্যবস্
Pages 22123456 »

No comments:

Leave a Reply