শাহরুখ, সলমন, হৃতিক একই পর্দায় পুরনো চরিত্রে!
গুপ্তচর-কেন্দ্রিক এই ছবিতে শাহরুখ-হৃতিক-সলমন নতুন কোনও চরিত্রে দেখা দেবেন না। তিন জনকেই দেখা যাবে, তাঁদের আগের চরিত্রে।
এক পর্দায় শাহরুখ খান, সলমন খান এবং হৃতিক রোশন! হ্যাঁ, এমনই তারকা সন্নিবিষ্ট ছবি দেখতে চলেছেন হিন্দি ছবির দর্শক। ৯০ দশকের তিন সুপারস্টার একই সঙ্গে একই পর্দায় অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছে টিনসেল নগরীতে।
গুপ্তচরের গল্প নিয়ে ছবি বানাতে চলেছে যশরাজ ফিল্মস। কিন্তু এত তাড়াতাড়ি দর্শকদের সেই আশা পূরণ করবেন না প্রযোজনা সংস্থার কর্ণধার আদিত্য চোপড়া। হৃতিক রোশনের ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার পরে এই ছবির কাজে হাত দেবেন।
চমক শুধু এখানে না, গুপ্তচর-কেন্দ্রিক এই ছবিতে শাহরুখ-হৃতিক-সলমন নতুন কোনও চরিত্রে দেখা দেবেন না। তিন জনকেই দেখা যাবে, তাঁদের আগের চরিত্রে। 'টাইগার' ছবির ‘টাইগার’ হিসেবে দেখা দেবেন সলমন। ‘পাঠান’ ছবির ‘পাঠান’ হিসেবে অভিনয় করবেন শাহরুখ। এবং ‘ওয়ার’-এর ‘কবীর’ হয়ে আসবেন হৃতিক। এই তিন গুপ্তচরই এক পর্দায়।
No comments: