মিয়ানমারে নিপীড়ন বন্ধে ব্যর্থ আন্তর্জাতিক সম্প্রদায়: জাতিসংঘ
মিয়ানমারে সাধারণ মানুষের ওপর জান্তা সরকারের নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা।
২ মিনিটে পড়ুন
একইসঙ্গে, নির্যাতন-নিপীড়ন বন্ধে দেশটির ওপর আরও চাপ প্রয়োগের দাবিও জানান সংস্থাটির প্রধান। জান্তা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।
পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে। ক্যুর পর জান্তাবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করেছে সামরিক সরকার। আটক করা হয়েছে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে। চীন, কায়া, কারেনসহ বিভিন্ন অঞ্চলে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। সংঘাতের কারণে কোথাও কোথাও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
সামরিক অভ্যুত্থানের এক বছর পার হতে চললেও মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে না পারায় বিশ্ব নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেলে ব্যাশেলে। তিনি বলেন, সেনা অভ্যুত্থানের পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন তারা। এ অবস্থায় দেশটিতে অতি দ্রুত মানবাধিকার ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আহ্বান জানান মিশেলে ব্যাশেলে।
আরও পড়ুন: এবার ওমিক্রন নিয়ে ‘সুসংবাদ’ দিলেন গবেষকরা
জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান বলেন, মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে দিতে আবারো নতুন করে তৎপরতা শুরুর এখনই সময়। একইসঙ্গে, সেনাবাহিনী পরিকল্পিতভাবে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তা বন্ধের ব্যবস্থা করতে হবে। অঞ্চলটিতে থাকা সকল সরকার ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
জাতিসংঘের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার তুমুল সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বিশ্বনেতারা হাত পা গুটিয়ে থাকলে মিয়ানমারের সাধারণ মানুষের ওপর আরো এক বছর দমন-পীড়নের সুযোগ পাবে সেনা সরকার। এ অবস্থায় দোষীদের দায়ী করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে, জান্তা সরকার যেন অস্ত্রের নাগাল না পায় সে ব্যবস্থা করারও আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মিয়ানমারকে ইন্ধন দিয়ে আসা চীনও এবার কিছুটা নড়েচড়ে বসেছে। জাতিসংঘে নিরাপত্তা পরিষদে দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে, মিয়ানমার পরিস্থিতিকে গৃহযুদ্ধ আখ্যা দিয়েছেন সংস্থায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূ। এ সময় অবিলম্বে মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি।
No comments: