Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর




Wasim Kapoor: প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর নিজস্ব প্রতিবেদন: সোমবার সকালে প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। এদিন নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন চিত্রশিল্পী। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৫১ সালে লখনউতে জন্মেছিলেন। লখনউয়ে জন্ম হলেও কলকাতা ছিল তাঁর কর্মভূমি। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হয় তাঁর চিত্রশিল্প। মাত্র ছ'বছর বয়সেই খাট থেকে পড়ে পায়ে বড়মাপের চোট পেয়েছিলেন ওয়াসিম। ১৫ বছর বয়স অবধি বিছানাতেই কেটে যায় তাঁর শৈশব ও কৈশোর জীবন। পা বাঁধা ছিল প্লাস্টারে কিন্তু ওয়াসিমের মন উড়ান দিত বাড়ির জানলা দিয়ে। হাসপাতাল আর বাড়ি এই ছিল তাঁর রুটিন। এরই মাঝে বাবার কাছে আবদার ছিল আঁকা শেখার। ছেলের শখপূরণে খামতি রাখেননি বাবাও। বিছানায় শুয়েই শুরু আঁকা শেখা, শৈশবে তাঁর শিক্ষাগুরু ছিলেন অমর নন্দন। তিনিই তাঁকে ১৫ বছর বয়সে আর্ট কলেজে ভর্তি করে দেন। ক্রাচ হাতেই কলেজে যাওয়া শুরু কিশোর ওয়াসিমের। এরপর যামিনী রায়, মকবুল ফিদা হুসেন, দেবীপ্রসাদ চৌধুরীর মতো লেজেন্ডারি শিল্পীদের সান্নিধ্যে আসেন ওয়াসিম কাপুর। কলেজের শুরু থেকেই বিভিন্ন প্রদর্শনীতে তাঁর আঁকা ছবি জায়গা করে নেয়। ধীরে ধীরে দেশের বাইরেও শিল্পকর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে। বিধানসভায় জ্যোতি বসুর তৈলচিত্র এঁকেছিলেন বাম মানসিকতার এই চিত্রশিল্পী। পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে শুরু করে ভারতের সংসদ ভবন, উর্দু অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমি-- নানা জায়গায় তাঁর আঁকা ছবি স্থান পেয়েছে। ওয়াসিম কাপুরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply