পর্তুগালের ক্ষমতার ভার সোশ্যালিস্টদের হাতে
টানা তৃতীয় বারের মতো পর্তুগালের ক্ষমতার ভার উঠল সোশ্যালিস্টদের হাতে।
১৭তম নির্বাচনে অ্যান্তোনিও কস্তার দলকেই বেছে নিলেন পর্তুগিজরা। একে মানবতা, আস্থা আর স্থিতিশীলতার বিজয় বলছেন সোশ্যালিস্ট নেতারা। তাদের এ বিজয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।
কোনো রাজনৈতিক দল নয় রাষ্ট্র জনগণের সিদ্ধান্তে চলবে এমনটাই জানান দিলেন পর্তুগিজরা। বাজেট প্রত্যাখ্যান করে সাংবিধানিকভাবে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ফের সোশ্যালিস্ট পার্টিকেই সরকার গঠনের সুযোগ দিলেন তারা। করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কেন্দ্রে কেন্দ্রে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভোটার উপস্থিতি জানান দিচ্ছিল গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর পর্তুগিজরা।
আসনে বিজয় নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের দিকে সোশ্যালিস্টরা। সন্ধ্যার পর থেকে বিভিন্ন জরিপ আর কেন্দ্র থেকে আসা ফলাফলে উচ্ছ্বসিত সোশ্যালিস্ট সমর্থকরা। তবে লড়াইয়ে কম যায়নি সোশ্যাল ডেমোক্র্যাটরাও।
আরও পড়ুন: নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত শহরে প্রথম তুষারপাত
অভিবাসী বান্ধব হওয়ায় বাংলাদেশি পর্তুগিজসহ সব অধিবাসীদের সমর্থন ছিল সোশ্যালিস্টদের প্রতি। তাদের এ বিজয়ে সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরাও।
২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ভয়াবহ ঋণ সংকটের পর ২০১৫ সালে ক্ষমতা উঠে অ্যন্তোনিও কস্তার হাতে। মহামারি শুরুর আগ পর্যন্ত পর্তুগালকে মোটামুটি একটি স্থিতিশীল অর্থনীতিতে নিয়ে যেতে সক্ষম হয়েছিল তার দল।
Tag: English News world
No comments: