Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভারতে করোনার তাণ্ডবে আরও ৮৯৩ মৃত্যু




ভারতে করোনার তাণ্ডবে আরও ৮৯৩ মৃত্যু

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে ভারতে ২৪ ঘণ্টায় আরও ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার জন। রোববার (৩০ জানুয়ারি) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভারতে নমুনা পরীক্ষার বিবেচনায় দৈনিক আক্রান্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৫০ শতাংশে দাঁড়িয়েছে। সাপ্তাহিক শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। ভারতে সবচেয়ে আক্রান্ত রাজ্যগুলোর একটি মহারাষ্ট্র। শনিবার সেখানে নতুন করে শনাক্ত হয়েছে ২৭ হাজার ৯৭১ জন। এর মধ্যে ৮৫ জন ওমিক্রন ধরনে আক্রান্ত। এই রাজ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১ জন। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। দীর্ঘকাল ধরে মহামারির রেশ শেষ না হওয়ায় লোকজন এখন স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না। পৃথিবীর অনেক দেশেই টিকা ও বিধিনিষেধবিরোধী বিক্ষোভ দেখা যাচ্ছে। আরও পড়ুন: কোয়ারেন্টাইনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত টালমাটাল এই পরিস্থিতিতে রোববার (৩০ জানুয়ারি) বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু অনেক কমেছে। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৯ হাজার ২২২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪৭ জনের। এর আগে শনিবার (২৯ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ১০ হাজার ৩২৪ জনের। ফলে গতকালের তুলনায় আজ আক্রান্ত প্রায় আট হাজার এবং মৃত্যু আড়াই হাজার কমেছে। করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৩০ লাখ ৬ হাজার ৩৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ২০ জনে। আর সুস্থ হয়েছেন ২৯ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৩৩২ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply