Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » দেশে করোনায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজারেরও বেশি




করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৩৯৪ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত হলো ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। Advertisement এর আগে রোববার (৩০ জানুয়ারি) দেশে করোনয় ৩৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৩৫৮ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগেরই ১৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে দু’জন, খুলনা বিভাগে পাঁচজন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে তিনজন করে এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। ২০২০ সালের ৮ মার্চ দেশে কোনো মানুষের দেহে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কেউ মারা যান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply